সোজা কথা সোজা করে বলাই ভালো
কবিতায় হেঁয়ালিপনা
ছেলেদের মেয়েলিপনা
আমার একদম ভালো লাগে না।


পোষাকের নীচে কি আছে সবাই জানে
কবিতায় বেহায়াপনা
অহেতুক আঁতেলপনা
আমার একদম ভালো লাগে না।


একটা ভাত টিপলেই হাঁড়ির খবর পাওয়া যায়
নিজেকে জাহির করা
খামোখা ভকার করা
আমার একদম ভালো লাগে না।


ভালো লাগে না কাউকে তেল মারতে
ধার করে বই ছাপাতে
নিজেকে কবি ভাবতেও
আমার একদম ভালো লাগে না।