জায়গা বুঝে সেজো কন্যা সেটাই হলো খাঁটি
তোমায় দেখে বাড়তে পারে সবার কান্নাকাটি ।
পড়বে অসুখ নিজের দোষে চললে বিপরীত,
এল ও সি -তে মান সম্মান এল ও সি -তেই রীত ।


চললে কোথায় ও রূপসী অমন বাহারে ?
...সখীর মেয়ের বিয়ে খেতে ঝিলের ওপারে ।
মেঠো পথের কাদায় তোমার পোষাক হবে মাটি,
জায়গা বুঝে সেজো কন্যা সেটাই হলো খাঁটি ।


যাচ্ছো কোথায় মা জননী, নব বধূর সাজে ?
...গত রাতে মারা গেছেন সুনীল বাবুর মা যে ।
বিয়ের সাজে চললে তুমি সুনীল বাবুর বাটি !
তোমায় দেখে বাড়তে পারে সবার কান্নাকাটি ।


ও ললনা চললে কোথায় মাঘের নিশীথে ?
...বিয়ে বাড়ীর নিমন্ত্রনে তোমার পাড়াতে ।
গরম পোষাক নাওনি কেন হাড় কাঁপানো শীত,
পড়বে অসুখ নিজের দোষে চললে বিপরীত ।


সাজের সময় এল ও সি -কে রাখবে সদা মনে,
লোকেশন আর অকেশন - দেখবে সর্বক্ষনে ।
ক্লাইমেট -এরও করবে কদর থাকবে তোমার হিত
এল ও সি -তে মান সম্মান এল ও সি -তেই রীত ।