পৃথিবীটা গোল
সূর্যের চারিদিকে ঘুরছে
গোল গোল,
নিজের চারিদিকেও …
একটা নির্দিষ্ট তাল, লয়, ছন্দে
ঐ ছন্দকে বিশ্লেষন করে
মানুষ তৈরী করেছে
সেকেন্ড, মিনিট, ঘন্টা  
দিন, মাস, বছর
ক্যালেনডার, পঞ্জীকা, ভাগ্য গননা, বাস্তু
তাই সময়ও ঘুরছে গোল গোল ।
নববর্ষ পৃথিবীর ডিম্বাকার কক্ষপথের
উপর একটা বিন্দু মাত্র
বঙ্গাব্দ, খ্রীস্টাব্দ, বিক্রমাব্দ
কক্ষপথের ভিন্ন ভিন্ন জায়গায়
এক একটা বিন্দু
এই দিনে নাচ, গান, আতসবাজী নয়....
প্রয়োজন একটা সংকল্পের ।