মন ভাঙ্গলে
তার আওয়াজ বাইরে আসে না
শুধু চোখ থেকে অশ্রু ঝরে,
মুখে যে কথা প্রকাশ করা যায় না
চোখের জল সেকথা বলে দেয় ।
অনেকেই বলে
অশ্রুপাত দূর্বল হৃদয়ের লক্ষণ
আমার মনে হয়
ভুল কথা,
চোখের জল
দুঃখ, কষ্ট, যাতনার রাসায়নিক রূপান্তর
আহত মনের চাঙ্গা হওয়ার
উত্তম প্রক্রিয়া ।
এটাই তো হাসি-কান্নার মূল রহস্য
মানুষ শোকে দুঃখে কাঁদতে না পারলে
সে তো কবে পাথর হয়ে যেত !
বিশেষ করে মেয়েরা …
কান্নায় ওদের একচেটিয়া অধিকার
ওরা যা কাঁদে
তার হিসেব ওরা নিজেরাও
দিতে পারবে না
ভাগ্যিস চোখের জল
তাড়াতাড়ি শুকিয়ে যায়
নইলে ঐ নোনা জল
আরও কটা মহাসাগরের সৃষ্টি করত
কে জানে ?