অন্ধকার দিয়ে
অন্ধকার তাড়ানো যায় না
আলোই দূর করে
ঘোর অমানিশা,
ঘৃণা দিয়েও তেমনি
ঘৃণা দূর হয় না
তার জন্য চাই
নির্মল ভালোবাসা ।
পশুরা কাউকে ঘৃণা করে না,
আমরা মানুষ
তার চেয়ে তো একটু ভালো
হতেই পারি,
মনে রেখো, ঘৃণা ঘৃনিতকে
কখনও আঘাত করে না
তার একমাত্র লক্ষ্য
ঘৃণাকারী ।
ঘৃণা করা খুব সহজ
দূর্বলের কাজ,
ভালোবাসা সাহসী পদক্ষেপ
ঝেড়ে ফেল সব লাজ ।
ভালোবাসা ঘৃণার বিপরীত নয়
দুই-এর কাছাকাছি বাস
ভয়ের গর্ভে ঘৃণার জন্ম
ভলোবাসায় তার নাশ ।
ঘৃণায় উপশম নেই
খুশীর অপচয়
তাই
ঘৃণা করবে না,
যদি কাউকে ভুলতে চাও
ঘৃণা নয়,
তাহলে
ভুলতে পারবে না ।