সময়ের দাম যে দেয় না
সে আহাম্মক
সময় নীরবে আসে
নীরবে চলে যায়
কারো জন্য সে অপেক্ষা করে না,
যে সময়ের কাজ
সময়ে করে
তার কিসমত খুলে যায়
সময় তার কোন আশা
অপূর্ন রাখে না ।
আর যে সময়কে হেলা করে
সময় তার চোখের সামনে
জানলা দিয়ে চলে যায়
কারো তোয়াক্কা করে না ।


যে সময়ের সাথে
তাল মিলিয়ে চলতে পারে
সেখানে সময় চলে শম্বুক-গতিতে
ফিরে ফিরে চায়,
যারা তাল মেলাতে পারে না
সময় সেখানে আলোর গতি পায় ।
আমার পাশের বাড়ীর
সুন্দরী মেয়েটা
সময়ের থেকে খানিকটা
পিছিয়ে পড়েছিল
সময়কে তাচ্ছিল্যও করেছিল
অনেক দৌড়েও সে আর তাকে
ধরতে পারে নি
তাই উচ্চ-শিক্ষিতা হয়েও
এখন গৃহবধূ ।
বয়স পার হয়ে গেছে
চাকরী পায়নি ।