অনেক দিন আগের কথা ...
দিল্লীতে ঘর ছিল  
কিন্তু ঘরনী ছিল না,  ।
একটি ছেলে থাকত আমার সাথে
পেইং গেস্ট হিসাবে
তার কোন বাধা-নিষেধ ছিল না ।
নাম সমীর দাস
নর্থ ব্লকে চাকরী করত
হাওড়ায় বাড়ী ।
শান্ত-শিষ্ট
মেধাবী
গাল ভর্ত্তি দাড়ি ।
বয়স বাইশ-তেইশ হবে
বুদ্ধি-সুদ্ধি, আচার-আচরন ভালই ছিল,
দিনরাত শুধু পড়ত,
সিডিউল কাস্টদের দেখতে পারত না,
দিন নেই রাত নেই
ওদের গালমন্দ করত ।


একদিন ছুটিতে বাড়ীতে ছিলাম
একাই
বিছানা রোদে দিচ্ছিলাম,
হঠাৎ সমীরের
ডিভানের গদির তলা থেকে
একটা সার্টিফিকেট আবিস্কার করলাম ।
সিডিউল কাস্ট সার্টিফিকেট
মানে সমীর সিডিউলড কাস্ট !
স্তম্ভিত হয়েছিলাম ওটা দেখে,
নিজের চোখকে
বিশ্বাস করতে পারছিলাম না
পরদিনই দূর করেছিলাম ওকে ।
ও তো ঠান্ডা মাথায়
কাউকে খুনও করতে পারে
কি সাংঘাতিক ছেলে,
এগুলোও কি জিনেটিক
প্রকট হয়
উপযুক্ত পরিবেশ পেলে !