হে মহামানব !
তুমি বুদ্ধ,
তোমার প্রচারিত ধর্ম
বৌদ্ধ ধর্ম
একদা  ভারতবর্ষের
জল, জমি, আকাশ, বাতাস  
ছেয়ে ফেলেছিল
হিন্দুদের পূজাপাঠ ভূলিয়েছিল
বিপন্ন করেছিল অস্তিত্ব
পরিণত হয়েছিল বিশ্বধর্মে ...


কালের করাল গ্রাসে
ভারতে
সে ধর্ম আজ জীর্ণ শীর্ণ
সংঘ ভেঙে চুরমার …
নেড়া-নেড়িরা হয় মুসলমান
নয়তো হিন্দু ধর্মের নিচু তলার মানুষ
ডোম, চামার, হাঁড়ি ...
যারা তোমায় এখনও আঁকড়ে রয়েছে
তারা অস্পৃশ্য
এরই নাম বুঝি নিয়তি !


আজ তুমি ও তোমার ধর্ম
প্রাচীন ভারতবর্ষের
সাংস্কৃতিক ইতিহাস ।
শুধু তোমার ধর্ম নয়
আবহমানকাল ধরে
পৃথিবীর সমস্ত ধর্মই
রক্ষনশীল,
যুগ যুগ ধরে ধর্ম
প্রগতিশীল মানুষকে
শক্ত বাঁধনে বেঁধে রাখতে চেয়েছে
কিন্তু পারেনি ।


ধর্ম যেখানে আপস করেছে
সংস্কৃত হয়েছে
সেখানে টিকে গেছে
নচেৎ
পিছু হটতে হটতে
চরম সীমায় পৌঁছে গেছে,
ঠিক ভারতবর্ষে
তোমার ধর্মের মতো ।
আজি এ চরম ক্ষনে
তোমায় প্রণাম ।