শিক্ষার মান নিম্নগামী …
ঘরে ঘরে গ্রাজুয়েট, মাস্টারস
ইঞ্জিনীয়র, সি.এ, এম.বি.এ
একটা হাড়ের টুকরো
দুশো কুকুর প্রাণপন ছুটছে
সেকেন্ডের পার্থক্য
একটা তুলে নিয়ে গেল
বাকীগুলো কি শক্তিহীন ?
তা নয় ...
এরই নাম প্রতিযোগীতা
সবাই ছুটছে
যে ফিট, সেই হিট ।


অন্যদিকে
ইলেকট্রিসিয়ন পাওয়া যায় না,
প্লাম্বারের জন্য
সপ্তাহকাল অপেক্ষা করতে হয়,
তেল না লাগালে
মিস্ত্রী কাজ করে না
ছুতোরের আড়ি স্তব্ধ
কামারের হাপড় আর চলে না
একদিকে অধিক যোগান
লোক আছে, কাজ নেই,
ঘরে ঘরে বেকার  
আর একদিকে ক্রমবর্ধমান চাহিদা
কাজ আছে কিন্তু লোক নেই
এরই নাম
আধুনিক শিক্ষানীতি ।