কুকুর দেখেছ বিড়াল দেখেছ
দেখেছ ইঁদুর ঘরে,
কখনো দেখেছ মানব হৃদয়ে
এরা বিচরন করে?


কুকুরেরা সব মনিব ভক্ত
পিছু পিছু তার যায়,
মনিবই যে তার চরম সত্য
অন্য কিছুতেই নাই।


বিড়াল চেনে না গুরু বা গুসিঁয়া
সত্য তাহার ঘর,
মনিব বদলে কোন খেদ নাই
রহিবে ভিটের পর।


ইঁদুরেরা চেনে ভান্ডার ঘর
ভিটে ও মালিক মিছে,
বস্তা ভরতি খাবার যেথায়
ঘোরে তার আগে পিছে।


রাজনীতি আজ মানুষের কাছে
বড়ই বিড়ম্বনা,
কেউ বা কুকুর, কেউ বা বিড়াল
কেউ বা ইঁদুর ছানা।


মানুষ আজকে মানুষেতে নেই
পরিচয় তার ভোটার,
হিন্দু মুসলিম খ্রীস্টান হোক
হোক না নানান 'কোটা'র।


কুকুর ভোটার নেতাকেই চেনে
চেনে না দল বা পার্টি,
যে দিকে নেতা সেদিকেই তারা
নেতার বচনই খাঁটি।


বিড়াল ভোটার পার্টিকেই চেনে
নেতারা তাদের লিডার,
নেতার নাচনে নাচে নাকো তারা
পার্টির পাক্কা ক্যাডার।


ইঁদুর ভোটার ফ্লোটিং মানুষ
দানা দেখলেই দৌড়ে,
এদের ভোটের জোড়েই পার্টিরা
ক্ষমতা দখল করে।