১৯৫২ সাল।
দিনটা ছিল ২১শে ফেব্রুয়ারী
কৃষ্ণচূড়ার নীচে বলিদান হলো
পাঁচজন যুবকের
রমনা পার্কের কাছে
বাংলা ভাষার জন্য
সেই ছিল প্রথম আত্মাহুতি।
২৩শে ফেব্রুয়ারী একটা স্মারক গড়ল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কিন্তু হায়........
২৬ তারিখেই সেটা গুঁড়িয়ে দিল
পাকিস্তানী পুলিশের দল।
২১শে ফেব্রুয়ারী নাম পেল 'ভাষা দিবস'
তারপর পদ্মা-মেঘনার বুক দিয়ে
গড়িয়েছে অনেক জল
১৯৭১-এ  পূর্ব  পাকিস্তান হলো বাংলাদেশ
উঠে দাঁড়াল শহীদ স্মারক
নতুন করে
নতুন কলেবরে
নাম পেলো শহীদ মিনার।
১৯৯৯ সালে আর এক ধাপ এগোল ২১শে
'ভাষা দিবস' রূপান্তরিত হলো
'মাতৃভাষা দিবস'-এ।
ভাষা আন্দোলন পেল আন্তর্জাতিক সম্মান।
এসো …..,
সাদা পোষাক পরে
আমরা এক মিনিট নীরবতা পালন করি
ভাষা আন্দোলনের শহীদদের জন্য।