আমি নীরবতা ভালোবাসি
এরই মাঝে আমি খুঁজে পাই
ঈশ্বরের অস্তিত্ব …
রূপ, রস, গন্ধ;
নীরবতায় ডুবে যায় ডুবুরীর মতো
নিথর গভীরতায়
খুঁজে পাই পথ চলার পাথেয়
জীবনের ছন্দ ।


আমি ডানা মেলে উড়ে চলি
নীরবতার আকাশে
অজানা সত্যকে খুঁজে পেতে …
নীরবতা আমার প্রাণের চেয়েও দামী,
নীরবতা আমায় সর্বদা সুরক্ষিত রাখে
সে আমার আদরের ধন
আমার অভিব্যক্তির রাজপথ …
নীরবতায় আকন্ঠ ডুবে আছি আমি ।