আমাদের প্রত্যেকের একটা করে
নিজস্ব জগৎ আছে,
ঐ জগতের একটা নিউক্লিয়াস আছে,
তাতে প্রোটন আছে, নিউট্রন আছে,
আমরা ঐ নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছি
ইলেকট্রনের মতো, নির্দিষ্ট কক্ষপথে ।


এই জগৎগুলো ভিন্ন ভিন্ন,
কোনটা রাজনৈতিক, কোনটা সাংস্কৃতিক,
কোনটা ধর্মীয়, কোনটা বা জেহাদী  ।
এগুলো নানান রঙের, নানান উদ্দেশ্যের
এতে কোথাও আমরা বন্ধু, কোথাও সাথী,
কোথাও গুরুভাই, কোথাও বা ক্যাডার ।


পার্থক্য শুধু একটাই
আমরা প্রত্যেকে ভিন্ন চরিত্রের
কারোর সাথে কেউ মেলেনা
আর … প্রায় সকলেই
কক্ষপথের সাথে সাথে
নিজের চারিদিকেও ঘুরি ।