ছোটবেলায় ছাগল-হাটে
একবার মাজন বিক্রি দেখেছিলাম
মাজনওয়ালা ঝোলা থেকে
সাপ আর বেজি বার করেছিল
সাপ-বেজির লড়াই দেখাবে বলেছিল
উপস্থিত জনতাকে,
বলেছিল
বেজি সাপকে টুকরো টুকরো করে
কেটে ফেলবে,
অনেক ভিড় হয়েছিল
ব্যাগ ভর্ত্তি মাজন বেচেছিল সেখানে
কিন্তু সাপ-বেজির খেলা হয়নি
চলে গিয়েছিল মাজন বেচে ।


এখন দেখি নেতারাও মাজনওয়ালা
মাজন বেচতে আসে
কারো জামা লাল
কারো জামা সবুজ
কারো বা গেরুয়া
তাদের সাপ আর বেজি হলো
রামমন্দির, তিনশো সত্তর,
গুজরাট দাঙ্গা, 2জি, কালো টাকা,
কোলব্লক, চীন, পাকিস্তান ...
মাজন বেচে
চলে যায়
সাপ বেজি ঢুকে পড়ে
ঝোলাতে ।