বহু ভাষীর এই দেশে  
ক্রোশ বদলে ভাষা বদলায় …
বদলায় বানান, উচ্চারণ,
বলার ভঙ্গী, সুর ও লিপি,
ভারতে বাইশটি ভাষা সংবিধান সম্মত,  
হিন্দী দেশের রাষ্ট্রভাষা ।
আমাদের জাতীয় গান পছন্দ  
জাতীয় সঙ্গীত পছন্দ
কিন্তু রাষ্ট্রভাষা পছন্দ নয়,
ওটা হিন্দুস্তানীর ভাষা ।
আমরা হিন্দী জানি,
তবু হিন্দী-সাহিত্য ভান্ডার অধরা
শুধু ইংরাজী অনুবাদই আমরা পড়ি,
কারন ...
আমরা হিন্দুস্তানী নই,  
বাংলার অধিবাসী,
আমরা বাঙালী ।