ভারতীয় ব্রাহ্মণ …
বেশিরভাগই নিরামিশাষী,
উত্তর, দক্ষিণ, পশ্চিম ... সর্বত্র
শুধু বাংলার পঞ্চগোত্রীয় কণৌজিয়া ব্রাহ্মণ ছাড়া
বাঙালী ব্রাহ্মণ প্রায় সবাই
মাছ, মাংস, মদ, মেয়েমানুষ ও মুদ্রা …
পঞ্চ ‘ম’-কারে আকন্ঠ ডুবে আছে
বল্লালসেন থেকে বুদ্ধদেব ভট্টাচার্য্য পর্যন্ত ।


আজ পর্যন্ত ব্রাহ্মণেরা নিজেদের ঘরের
উনুন-ই শুদ্ধ করতে পারল না
আঁশ-নিরামিশ, এঁটো-কাটা ও  ছোঁয়া-ছুতের
চক্রব্যুহে আটকে রইল
আজও ভারতের উত্তর-দক্ষিণের ব্রাহ্মণ
পশ্চিম বাংলায় আসতে ভয় পায়
এখানে একটা পরিচ্ছন্ন রুচিশীল
নিরামিশ হোটেলের জন্য মাথাকুটে মরে ।