একদিন সাঁতার কেটেছিলাম নর্মদার জলে
গ্রীষ্মের শান্ত সকালে
জব্বলপুরে …
পাথর বাঁধানো ঝকঝকে ঘাটের
স্বচ্ছ জলে অবগাহন করে
মন প্রাণ ভরেছিল
এক অজানা স্নিগ্ধতায় ।


কিছুক্ষনের মধ্যেই বুঝেছিলাম ...
মধ্য প্রদেশের মানুষ নর্মদাকে
মায়ের মত শ্রদ্ধা করে
সন্তানের মত তাকে রক্ষা করে
জনজাগরন-ই
নর্মদাকে নির্মল, স্বচ্ছ ও
দূষনমুক্ত করে রাখার মূল চাবিকাঠি ।


আমি অভিভূত হয়েছিলাম …
সরকার ও জনতার
যুগ্ম প্রচেষ্টার নজির দেখে,
আমরা বাঙালীরা শিক্ষা সংস্কৃতিতে
নিজেদের সেরা বলে মনে করি
কিন্তু দেখেছিলাম …
জব্বলপুরের মানুষের কাছে
আমাদের অনেক কিছু শেখার আছে ।