নদীর পারে জন্ম ওদের,
নদীর ধারে খেলা
ভাসতে শেখা নদীর জলে
সকাল সন্ধ্যা বেলা।


বেড়ে উঠে মাছের মতই
নদীর জলে জলে
এই উঠছে জলের উপর
এইতো জলের তলে।


ঝাঁপের ঘরে জন্ম ওদের,
ঘরের মধ্যে ছাগল
কারো ঘাড়ে জালের বোঝা,
কারো ঘাড়ে লাঙ্গল।


অসুখ বিসুখ লেগেই আছে,
ওষুধ পথ্য নাই
হাঁপানি আর টিবি'র প্রকোপ
পয়সা কোথায় পাই।


নদীর জলে ড্রেনের জল,
রাসায়নিক ঢালা
কলের জলে আর্সেনিক
চর্মরোগের পালা।


নৌকা নাই, ট্রলার নাই
নেইকো দুখের সীমা
বর্ষা জলে ক্ষেত ভেসে যায়
নেইতো ফসল বীমা।


নদীর জলও উপচে উঠে
ভাঙ্গে বাসের ঘর
জল নামলেই আবার সেথায়
ঝাঁপের বাড়ি কর।