তুমি কথা দিয়েছিলে
আমাদের ভালোবাসার একটা সৌধ বানাবে
সাজাহানের মতো
আমার মরার পর নয় ...
জীবদ্দশায়
তার মুখটা হবে সমুদ্রের দিকে
আমি সেখানে বসে নীল আকাশ দেখব
সমুদ্রের গর্জন শুনবো
সৌধের পিছনেই থাকবে পর্বতমালা
যেখানে হাজার হাজার গাছ ঢেউ খেলিয়ে
দাঁড়িয়ে থাকবে
আমি সেখানে সুগন্ধি ফুলের গাছ লাগাব
হাজার হাজার প্রজাপতি ফুলে এসে বসবে
মৌমাছিরা গুন গুন করবে
আমি নাচব, গাইব
ঐ ফুলবাগানের মাঝে
তুমি পিছন থেকে আমার চুলের
গন্ধ শুঁকে বলবে
প্রিয়তমা ....
আমরা দুঃখের নদী পার হয়ে এসেছি।