আমি কবি নই
কিন্তু কবিতা আমায় দেখা দেয়
বলে ..... আমি সরস্বতীর মেয়ে
চিনলেও চিনতে পারিস
ভালো করে দেখ তো দেখি
আপাদমস্তক
আমার দিকে চেয়ে।

আমি ওকে চিনি
ওকে দেখি সকালে বিকালে
যত্র তত্র
হাটে, মাঠে, ঘাটে, গোধুলি আকাশে
পাহাড়ি ঝরণার কলতানে
কখনো বা ডিঙ্গি হয়ে গঙ্গা-পদ্মায় ভাসে।


আমি দেখি
কিন্তু কাউকে দেখাতে পারি না
থেকেও না থাকা, দেখেও না দেখা
ওরে, তুই একবার ধরা দিবি ?
বেশি কিছু নয় ...
সাদা কাগজে তোকে তুলে ধরব
ব্যস ! ... তারপরই আমি কবি।