আমার মনে আছে সেই বৃষ্টিস্নাত সন্ধ্যা
আমি দেখেছি তোমায়,
আমি বৃষ্টি দেখিনি।


তোমায় দেখে কত যে প্রেমকাব্যে,
আধ্যাত্মিক সরলতার মধ্যে
ভিজেছি আমার জানা নেই।
আমি তোমায় দেখেছি,
আমি বৃষ্টি দেখিনি।


কতটা প্রেমময়  সেই সন্ধ্যা
আমি অসম্ভব সুন্দর তোমাকে দেখেছি,
তুমি নক্ষত্রের রাতের
চাঁদ ছাড়া জোছনার মত,
আমি দেখেছি তোমায়
আমি বৃষ্টি দেখিনি।


বৃষ্টি শেষে হঠাৎ দেখি
তোমার ছায়া ছেড়ে যাচ্ছে
আমার স্পর্শ ছেড়ে,
যেন আমাদের গল্পটা
পৃথিবী ছেড়ে আকাশ চুমছে।


যেন তাকাচ্ছিলাম বারংবার
তোমার দিকে অসহায়ত্বের মত করে,
সেই অসম্ভব মুখ খানি ছেড়ে যাচ্ছে আমায় ছেড়ে।
আমি দেখেছি নক্ষত্রগুলো
বৃষ্টিতে ভিজে মাটিতে নেমেছে,
আমি সেই সুন্দর তোমায় দেখেছি
আমি বৃষ্টি দেখিনি।