গভীর ভাবে দেখলে নিবিড়ে
মনে হয় সে যেন নীল অম্বরে
মুক্ত মনে বিহঙ্গ বিচরিত,
আবার কখনো মনে হয় তা নয়
মনের ভুল ভাঙলে ঠিক যা হয়
খাঁচায় আবদ্ধ সে পাখি সতত।

আবার কখনো দেখলে তারে
মনে হয় বোঝে না নিজের বাইরে
সদাই ব্যস্ত নিজেরে নিয়ে,
পরক্ষণেই দেখি আবার সে
পরোপকার করছে হেসে হেসে
সমাজের তরে জীবন দিয়ে।

চরিত্রের এই বদল ক্ষণে ক্ষণে
আলোড়ণ তুললে মনের কোণে
ভাবি কোনটা আসলে প্রকৃত,
চারিপাশের এই পারিপার্শিকতা
বদলে দেয় আমাদের মানসিকতা
তাই কোন কিছুই নয় ধ্রুব সত্য।