খেদ আছে মনে তোমার জন্যে
পারিনি লিখতে গান
ফুটে উঠত যাতে পাখীর কুজন
আর তার অভিমান।

পারিনি লিখতে এমন একটা
ছোট্ট মত প্রবন্ধ
থাকত যাতে ঢেউয়ের গর্জ্জন
আর তার চলার ছন্দ।

পারিনি গড়তে এমন একটা
ইচ্ছে হলেও কবিতা
বিলোত যা কিনা সেই গন্ধ
যা দেয় মাধবীলতা।

আঁকতেও পারিনি এমন একটা
ছবি মনোমুগ্ধকর
যারে দেখে ঠাঁই গাড়তে
রাজী হবে যাযাবর।