একসাথে পথ চলতে চলতে
যারে পারিনি আমি বলতে
তোমাকেই শুধু ভালবাসি,
তার কথা আর বলব কা’রে
মনের সর্ব দুঃখ উজাড়ে
তাজা ফুল যেন হয়েছে বাসি।

আজ যদিও সে রাঙা রক্তিমে
সূর্য যখন ঢলে পশ্চিমে
সীমন্তে সিঁদুর করে জ্বলজ্বল
তবুও তারে দেখবার তরে
চিত্ত আমার ছটফট করে
আর নয়ন ভরে জলে ছল ছল।

হয়ত এর পরও সে ইন্দুর মত
শুভ্র বসনে হয়ে সজ্জিত
আকাশে করবে পরিক্রমা
তবে তার সে বৈধব্যের বসন
দেখতে কিছুতেই চায়না মন
যতই সুন্দর লাগুক প্রিয়তমা।