কদিন ধরে চলছে বৃষ্টি
একটানা একনাগাড়ে
আকাশটা আর হচ্ছে না নীল
মেঘে ঢেকেছে তারে।

কদম গাছটা গেছে ভরে
পাতায় পাতায়  ফুলে
ডালগুলো মাটির পরশ পেতে
নেমে এসেছে ঝুলে।

যে কোকিলটা বসত গাছে
আর যায় না তারে শোনা
এমন কি দোসরের পাত্তা নেই
বন্ধ হয়েছে আনাগোনা।

যত জল সব চলেছে বয়ে
নালা দিয়ে নদী পানে
মিলবেই তারা একটু পরে
প্রেমিক প্রেমিকারা জানে।