তুমি এসে কখনো বৃষ্টির মত
চলে যাও ভিজিয়ে দিয়ে
আর আমি বসে শুকোই সেই সুখ
তোমার স্মৃতি নিয়ে।

তুমি যদি আ’স উল্কার মত
তাও হব আমি খুশী
মান অভিমান বাঁচার উপাদান
অল্প হোক বা বেশী।

তর্জন গর্জন যাই করি আমরা
এগুলো ছাড়া জীবন অচল
একটু বৈচিত্র্য সেখানে খুঁজি
হোকনা যতই সরল।