আবার এসেছে আষাঢ়  
বিদ্যুতের চমকে চমকে
গমকে গমকে অঝোর ধারা
নামছে থমকে থমকে।

আবার পাতাগুলো হাসছে সব
ভেজাফুলের গন্ধে
ছেলেপিলেদের খেলাধুলো বন্ধ
সকাল থেকে সন্ধ্যে।

জ্যোছনা হয়েছে সিক্ত আবার
মেঠোঘাসের ’পরে
ভালবাসায় অনুরক্ত প্রেমিক
ক্লান্ত বসে ঘরে।

আর পারা যায় না বসতে ঘরে
মন হয়েছে অস্থির
যেন অশান্ত নদীর দুরন্ত স্রোতে
ভাঙছে দুটি তীর।
"বরষার আয়োজন"