তোমার মাঝে
নিজেরে খুঁজি
তোমার ভালবাসাই
আমার একমাত্র পুঁজি,
তুমি কর আমারে প্রত্যখান
তোমার হৃদয়ে আমার তরে
নেই যে কোন স্থান।

তবু, ইচ্ছে করে
চেঁচিয়ে বলি
তুমি হলে ফুল
আমি হলেম অলি,
আর আমি করি বিশ্বাস
যতক্ষণ আছে শ্বাস
তুমি যা কর
তা শুধুই অভিনয়,
আমার ছাড়া আর
কারুর তরে
তোমার চিত্ত নয়।