দেখা দিলেও  কৃষ্ণ মেঘ
দেখা দিচ্ছে না বৃষ্টি
এই তো সবে জৈষ্ঠের শুরু
মেঘেরা ডাকে গুরুগুরু
আচমকা উঠে ভীষণ ঝড়
ধ্বংস করছে সৃষ্টি।

দিকে দিকে শুধু কাঠফাটা রোদ
আম কাঁঠাল সব পাকছে
জ্বলছে যেন আটচালার ছাদ
কোথাও কিছু পড়ছে না বাদ
কুকুরগুলো ক্লান্ত হয়ে
অসহ্য গরমে ডাকছে।

আর ক’টা দিন গেলেই যাবে
বদলে চেহারাখানি
ফিন ফিন করে নামলে বৃষ্টি
ঝাপসা হলেই সবার দৃষ্টি  
শ্রান্ত কৃষকের উৎফুল্ল মন
ধরবে পুরনো গানই।