ঘোর অনিচ্ছা সত্বেও আমার
জানি না কেন কাঁদাই তারে
জ্ঞানতঃ নাই সাক্ষাৎ যার
নয়ন বুজলেই দেখি যারে।

নানান রকম ভোগ্যপণ্য
সবই জমছে থরেথরে
সুখ ভোগ করা যায়না দুনিয়ায়
একা একা বসে ঘরে।

একথা বুঝলেও সর্বার্থে আমি
বোঝাতে পারি না কিছুতেই তাকে
জীবনটা কি ভীষণ জটিল
বুঝতে পারছি বাঁকে বাঁকে।