নতুন কালের যাত্রী
অরুণ কারফা


সুন্দর একটা রুমাল,
               সে ভালবেসে
                      দিয়েছিল উপহার,
সুনিপুণ হাতে গড়ে
     তাতে কারুকার্য করে
                লিখেছিল তোমায় পাব না বোধহয়
এ জীবন আমার হয়ে গেলেও পার।


উপহার পেয়ে কলম নিয়ে
উত্তর দিলাম আমিও তার:
        ছলনা, ললনা যতই কর না
      স্পষ্ট ইঙ্গিত বুঝতে পারব না
         এতটা মতিভ্রম হয়নি আমার।


ধৈর্য ধর অপেক্ষা কর
          বহনের খরচ হলেই জড়ো
তোমায় নাওয়ে নিয়ে নির্ভয়ে
অথৈ জলের উপর দিয়ে
         বাইব আমার নতুন সংসার।