কাকপণ্ডিত
অরুণ কারফা
29.04.23


নিন্দুকেরা যে যাই বলুক,,,,
               কথা দিইনা কখনো
               কারণ,
কথা দিয়ে না রাখলে কথা
ভুগতে ভুগতে হয় অযথা
                  আত্মগ্লানিতে নিমজ্জিত
বিবেক নামক বহুচর্চিত
বস্তুটির
আত্মহনন।


তারচেয়ে বরং,
সজ্জিত করে বহিরাবরণ লজ্জিত না হয়ে বিলক্ষণ,
         .. রাবণের মত পণ্ডিত হয়ে  
সাধারণের চোখে নিন্দিত রয়ে
গর্বিতের মত করে আচরণ..
         বিদ্বানের দর্পে করি বিচরণ।


আর, বইলেও নিন্দার তুফান  
চললেও নিন্দুকদের অভিযান,
আমরণ.....
              সিন্দুকের হয় আকণ্ঠ পূরণ।।