মধুবন
অরুণ কারফা


কী করে বোঝাই, তাকে ছাড়া এই শুকনো জীবন
মধু-বিনা-যেন-এক - মধুবন;
সংক্ষেপে তাও বলি,
যেখানে ফুটলেও পলাশের কলি
ডাকলেও সাড়া দেয় না ভোমর ;
শুনলেও পাখির কল কাকলি
পরীর বেশে অপ্সরা এসে
নৃত্য করলেও দোলে না কোমর।


যেখানে কোকিল, কুহু কুহু ক'রে
ডাকলেও বসন্তে উচ্চস্বরে ,
            কাক খোলেনা বন্ধ দোর।
এবং , অন্তিমে এলেও ঘুর্ণিঝড় বৃষ্টি হয় না ঠিক তারপর।


তাই, বৈশাখ থাকে অধীর অপেক্ষায়
কখন বিষাদের বসন্ত যায়...
যখন, গ্রীষ্ম এলেই কালক্রমে সবুজ আনতে নবোদ্যমে,
কাল বৈশাখী হুংকার ছেড়ে অতঃপর হয়ে ওঠে তৎপর।