বেসুরো গান
অরুণ কারফা


ঝরে গেল। ঝরঝর করে ঝরে....
নীলাকাশে একটাও মেঘ থাকল না পড়ে।
বলাকারা যাতে স্বচ্ছন্দ সহকারে ডানা মেলে দিয়ে  উড়ে যেতে পারে ,,, অনেক অনেক দূরে ,,,, ওরা গেল ঝরে
সম্পূর্ণ পরিসর খালি করে।


সূর্য ভেবেছিল স্বভাব সুলভ ভাবে তেড়ে ফুঁড়ে ফুটে উঠবে গরবে, কিন্তু গ্রহনের জন্যে অন্ধকার নামল অনন্ত অসীম জুড়ে।


পুরোটাই যেন একটা সফল প্রেমের উপাখ্যান
হতে পারল না শুধু পূর্ণচ্ছেদ পড়তেই
রক্ষণশীল সমাজ হেঁড়ে গলায় গেয়ে উঠতে বেসুরে।