পরের ধনে পোদ্দারি
অরুণ কারফা


সেদিন সেই ভর পূর্ণিমায়,
       .. উদাস মন বলছিল যখন এমন সময় ঘরে জীবন
কাটানো ভীষণ দায় ,
             অবাক হয়ে ভিমরি খেয়ে
দেখলাম কেমন জানলা দিয়ে
    ,,,, জ্যোৎস্নার বান ভিতরেই আসতে চায়।


তার, ঝর্ণার মতন তরল হাসি
রজনীগন্ধার গন্ধ রাশি
   জড়ো করে
    বন্ধ মুঠোয় ভরে ভরে
থরে থরে দিচ্ছে ছড়িয়ে
অধীর ভাবে অপেক্ষারত নিঃসঙ্গ বিছানায়।


এসব দেখে যেই নিজেকে
ভাবতে শুরু করেছি ধনী,,,,
            কোত্থেকে এক হিংসুটে মেঘ
গিলে ফেলে রুপোর খনি,,,
            বুঝিয়ে দিল পরের ধনে
করলে পোদ্দারি  
            হয় না বিশেষ দেরী
বুঝতে আমরা কত নিঃসহায়।