উড়োচিঠি পড়তে চাই
অরুণ কারফা


সীমানা ছাড়িয়ে যে মেঘমালা উড়তে
উড়তে চিঠি হয়ে যায়, ভীষণ ইচ্ছে
করে ঘোমটাটা তার সরিয়ে আড়ালে
অক্ষর গুলো পড়ি সাংকেতিক ভাষায়।
তবেই হয়ত তারা পড়বে নীরবে  
ঝরে, রুপোর মত হিলশা গুঁড়ি রূপে
চিক চিক করতে করতে ভেসে ভেসে
কখনো মিষ্টি হেসে বা কখনো বিদ্রুপে।


সোনালী ধানের শীষ তা মাথায় নিয়ে,
শত ফসল ফলিয়ে কত বুভুক্ষুর
যে মেটাবে ক্ষিদে, হয়ত তা লেখা আছে
ঐ উড়ো চিঠি গুলোর পরতে পরতে।