আমার
কথাগুলো কি
শুনতে পাওনা তুমি
বলো কোথায় লুকাবে তুমি?
আমি ঠিকই খুঁজে নিবো তোমাকে;
সামনে ধুধু প্রান্তর, বলো কোথায় লুকাবে?



যে দূরের
নীল আকাশটা দেখছো
হাত বাড়ালেই ছুঁতে পারি,
অনেকটা নীল এনেও দিতে পারি;
তবে তুমিই বলো কোথায় লুকাবে তুমি?


আমার
ব্যথাগুলো কি
অনুভব করোনা তুমি
কোথায় আঘাত করবে তুমি?
আমি বুকের পাঁজর পেতে দিবো;
ব্যথার সমুদ্রে বলো কোথায় আঘাত করবে?



যে ব্যথার
নীল সমুদ্রটা দেখছো
সবটাই গিলে নিতে পারি,
কিছুটা নীল জমিয়েও রাখতে পারি;
তবে বলো কোথায় আঘাত করবে তুমি?