চারিদিকে
এতো মিথ্যাচার
অন্যায় এতো অত্যাচার
আমি নোংরা হচ্ছি বারবার,
একটু শুদ্ধের জল দাও বাঁচার;
ধুয়ে মুছে নিত্য নতুন হই আবার।


আমার
এতো সম্ভাবনা
প্রকৃতির এতো মূর্ছনা
এতে নেই কারো ভাবনা,
নিত্য বেড়েই চলে পাপীর যাতনা;
কারো প্রতি নেই কারো মঙ্গল কামনা।


উড়ন্ত
পাখির বিষ্ঠায়
আমারই বুকের পিঞ্জিরায়
সহস্র বৃক্ষ অনায়াসেই জন্মায়,
কিছু নষ্ট লোকের নষ্ট প্ররোচনায়;
আজো আমার অভাব মিটে না সহসায়।


জীবন
বদলে যায়
ধূসরিমার নিত্য কালিমায়
অসহায়ের দিন কাটে শূন্যতায়,
আগামীর পথে নতুন দিনের আশায়;
কষ্টকে ঢেকে দিবে অনন্ত সুখের পিপাসায়।