আমি
মৃত্তিকা হবো
তৃষিত এই খরায়
যদি তুমি বর্ষণ হও,
ফেটে চৌচির এই জমিনের বুকে;
শীতল জলধারায় যদি প্রশান্তি দিয়ে যাও।


আমি
বৃক্ষ হবো
শূন্য এই ডালে
যদি তুমি পুষ্প হও,
ঝরা পাতার এই শীর্ণ শাখা;
রক্তিম রঙে যদি রাঙিয়ে দিয়ে যাও।


আমি
নদী হবো
শূন্য এই চরে
যদি তুমি জল হও,
আজন্ম কাঙাল এই রিক্ত প্রণালী;
মিলনের স্রোতে যদি প্রাণবন্ত করে যাও।


আমি
আকাশ হবো
তিমির এই রাতে
যদি তুমি চন্দ্র হও,
নিভন্ত আলোর এই জীর্ণ কুটির;
জ্যোৎস্নার আলোয় যদি আলোকিত করে যাও।