যতোটা
প্রাপ্তির জন্য
বিসর্জন দিয়েছো লাবণ্য
এতোটুকুতেই থাকো না ধন্য,
কেন হচ্ছো এতোটা অস্থির বন্য?
জলের দামে নিজেকে করছো বাজারের পণ্য!


ওরা
খুবই জঘন্য
ভাবছে তোমাকে নগণ্য
বিজ্ঞাপন নয় ধান্দাটা অন্য,
মদের নেশায় তোমাকে করেছে অচৈতন্য;
সাধনার ধন ছিনিয়ে নিতে করেনি কার্পণ্য।


শুরু
হয় তজ্জন্য
হাত বদলের অপুণ্য
অবিরত বাড়ছে তোমার পৈশুন্য,
সমাজের চোখে তুমি হয়েছ তৃণধান্য;
এভাবেই খুন হয়ে যায় তোমার তারুণ্য।


প্রতিভা
তোমার তদন্য
পর্দার আড়ালের কর্মণ্য
কেড়ে নিয়েছে তোমার কৌলীন্য,
সবাই এখন জেনেছে তোমার দৈন্য;
উঁচু তলার বারবনিতা তুমি এখন ঘৃণ্য।