আমি
হারতে চাই
বোঝা বইতে বইতে
চাপা পড়েছি সময়ের বাঁধনে,
সবুজের ঘাস বিবর্ণ সাদা হয়েছে;
বিন্দু বিন্দু শিশিরে জীবন বেঁচে আছে।


আমি
ভুলতে চাই
কতো নিশির জাগরণে
শূন্যতায় কেটেছে কষ্টের প্রহর,
নীল দরিয়ার বুকে ভাসিয়ে আমাকে;
তুমি তো ভালোই আছো অন্যের ঘরে।


আমি
বাঁচতে চাই
তুমিহীনা অন্যের আচলে
উন্মুক্ত দরিয়ায় ভাসতে চাই,
পল্লবহীন বৃক্ষ হয়ে কতোকাল বাঁচবো;
তোমাকে জিতিয়ে তাই আমি হারতে চাই।


আমি
হারতে চাই
তোমাকে ঘৃণা করে
তুমিহীনা শূন্য এই ঘরে,
নিত্য ভালবেসে আমি জিততে চাইনি;
আমি হারতেই চাইছি তোমাকে ঘৃণা করে।