তোমায়
পাইনি বলে
অবৈধ অস্ত্র হাতে
আমি এসিড সন্ত্রাসী হইনি,
অনন্ত বিষাদের বুকে পাষাণ বেঁধেছি;
নিপীড়িত মানুষের প্রেমে উৎসর্গ করেছি প্রাণ।


সরল
কিছু প্রেম
অবিরত চিরস্থায়ী রূপে
হৃদয়ের গহিনে বসত গড়ে,
যতদূরেই ভেলা ভাসিয়ে নিয়ে যায়;
বিরহের দহনে ফিরিবার পথ অজানাই থাকে।


তোমায়
পাইনি বলে
মদের বোতল হাতে
আমি গল্পের দেবদাস হইনি,
সিগারেটের বিষাক্ত ধূয়া বাতাসে উড়িয়েছি;
চিরসবুজ পথের খোঁজে পথকেই করেছি আপন।

সুপ্ত
কিছু আশা
তবুও নিজের অজান্তে
গোপনে বক্ষে বাঁধে বাসা,
এই বুঝি তুমি ফিরলে ঘরে;
বর্ষার বর্ষণ হয়ে ফেরারি প্রেমের স্পন্দনে।