আমি নিজের অজান্তেই,
মাঝে মাঝে উঁকি দেই তোমার জানালায়,
হয়তো তোমার হাসি দেখার আকাঙ্ক্ষা
রয়ে গেছে সুপ্ত মনের বাসনায়।


তোমার হাসিতে আজ সমুদ্রের ঢেউ খুঁজে পাই না,
দেখিনা বসন্তের রঙ কিংবা পূর্ণ চাঁদের জোছনা
তোমার হাসিতে নেই আজ কাশফুলের শুভ্রতা
মলিন এ হাসি যেন আড়াল করে তোমার নীরবতা
তোমার হাসি যেন আজ একাকীত্ব করে প্রকাশ
আর তুমি যেন কালো মেঘে ঢাকা এক আকাশ।


তবে কি আজ তুমি হাসতে গেছ ভুলে
আমি নেই তাই,
নাকি এসবই আমার মনের ভ্রম কেবল
তোমার মনে আর আমি নাই।