কখনো তার হাতে হাত রাখিনি,
কখনো কোনো নির্জন পথে তার সাথে পথ চলা হয়নি,
কখনো তার ফুচকার প্লেটে আমার ভাগ চাই নি,
কোনো রেস্টুরেন্টের কোণার কোনো টেবিলে কিংবা
গলির মোড়ের ঐ চায়ের দোকানে বসে,
তার সাথে কথা বলতে বলতে চা খাওয়া হয়নি,
সে বলেছিল কদবেলের মাখা তার খুব প্রিয়,
কখনো তার সাথে ফুটপাতের ঐ দাদুর ঝাল মিষ্টি
কদবেল মাখা খেয়ে দেখিনি,
বহু ক্রোশ দূর হতে আমার হাতের পরে
তার চোখে চোখ রেখেছিলাম একবার,
মুঠোফোনে কথা বলতে বলতে,
কবিতা শুনিয়েছি তারে কতবার,
আমি তার কথার প্রেমে পড়েছিলাম,
সে প্রেমে পড়ে ছিল মোর কবিতার,
আমি তার স্মৃতি হতে পারিনি, ছিলেম বহু দূরে
শুধু ভালবেসে গেছি তারে, তার ভাল লাগাটারে,
বহু পথ দিয়ে পাড়ি আজ হলো জানা,
স্মৃতি ছাড়া ভালবাসা কে কেউ মনে রাখে না।