রাতের গভীরতায় জেগে থাকে বহু প্রাণ
নিজেকে বিলীন করবার চেষ্টায়,
বহু প্রাণের অন্তরে দগদগে ক্ষত জেগে উঠে
নিঃশব্দে বিলাপ করে যায়।


যে প্রাণে, হারানোর ক্ষত মনে
যার প্রিয়জন গেছে চলি চির প্রস্থানে
ফিরবে না জানে, মন কি তবু মানে?
স্মৃতির মঞ্চে মনের বিচরণ
অশ্রু ফোঁটা ঝরায় নয়ন
প্রিয়জন হারানোর শোকে সেই প্রাণ জাগে সেই রাত।


প্রেমিক হৃদয় জাগে প্রেমিকার শোকে
প্রেমিকার প্রতি শত অভিযোগ জেগে উঠে
আবার নিজের দিকেই আঙুল তুলে একবার
অপরাধ মানুষ চিনতে না পারার।
ক্লান্ত প্রেমিক হারায় বেঁচে থাকার স্বাদ।


মাতাল ও জাগে রাত রাস্তায় রাস্তায়
মাতাল প্রলাপে পৃথিবীর প্রতি তার অভিযোগ শত
তুচ্ছ পৃথিবীর সীমানা ছেড়ে
আপন ভুবনে আপন লীলায় সে মত্ত।
হয়তো কোনো সুখেই কাটে তার সেই রাত।


অসহায় রাত জাগে অনাহারী শিশু
নির্মম গগন ভেদী আর্তনাদ আসে ভেসে
অশ্রু হয়ে ঝরে মাতৃস্নেহ
নিরুপায় জননী যেন পাথর হয় শোকে
ভাবে এমন জন্ম-ই যেন তার অপরাধ।


কত রাত জাগা, কত নির্মম ইতিহাস
নিষ্ঠুর নিয়তির যেন কেবল উপহাস
তবুও মানুষ বাঁচে, নতুন স্বপ্ন দেখে
হয়তো আসছে সুদিন, আগামী প্রভাতে
ভাবে হয়তো সুখের হবে আগামীর রাত।