নব বরষের নব দিবসে
হেরিয়াছি তারে নব বেশে
লাল পাড় সাদা শাড়ী অঙ্গে লয়ে
চলেছিল পথে মৃদু হাসি হেসে।


তার হাসির রিনিঝিনি ছন্দে
প্রণয়ের সুর ভাসে মৃদু পবনে
স্বর্গ পুষ্প তুল্য শ্রী বদন তার
ফুটিল যেন সবুজ কাননে।


সমীরণ আসি উড়ালো কেশ রাশি
যেন মেঘ ভাসে গগনে
অসীম মায়ার কাব্য লুকানো
যেন তার হরিণী নয়নে।


দ্রুম পত্র ভেদী রবির কিরণ
যখন দিল তারে জ্যোতি,
মোর কবি মন উঠিল জাগিয়া
হইল প্রেম তার প্রতি।