আমাদের জনমে ও মরণে ,
চাল ও কলা জমা পরে -
বিধাতার চরণে ।
খুঁজে দেখি -
চাল কলা কি লাগে ,
আর কোন কাজে ?
  - (3) চাল -
#মাস ফুরোলেই-
হিসাবমত কিনতে হবে চাল ,
নাহলে ভাতের পাতে  আকাল ;
গিন্নীর আক্রমণে হতে হবে নাকাল ।
#বর্ষা শুরুর আগে ,
বাড়ির চাল সারাতে হবে ;
নাহলে বর্ষার রাতে ,
গভীর প্রেমের উষ্ণ আলিঙ্গনে -
শরীর যখন দাবদাহ হয়ে জ্বলে ;
নিভে যাবে দাহ ,
চাল থেকে ঝরা অঝোর বর্ষণের জলে ।
# রোজ সকালে ,
মোনালিসা যখন কলেজে যায় ,
এই রাস্তা দিয়ে ;
তার  গজেন্দ্রগামিনী চাল ,
আমার বুকে রক্ত হয় উত্তাল।
নীরবে ঘন্টা গোনা ,
মোনালিসা যাবে এখান দিয়ে-
আবার আগামীকাল ।
# রোজ বিকালে দাবার আসর ,
হাতি , ঘোড়া , নৌকা নিয়ে -
রাজায় রাজায় বেজায় লড়াই ।
হারু খুড়োর বাঁকা চাল ,
মন্ত্রীহারা  রতন মামার খাস্তা হাল  ;
পায়না খুঁজে বদলা নেবার উল্টো চাল ।
               - (4) কলা -
# রোজ সকালে জলখাবারে -
   জগা পালোয়ান খায় এক ডজন কলা ।
    তারপরে সে মুগুর ভাঁজে ,
    ঝাঁ ঝাঁ দুপুরবেলা ।
# বাঙালি দারুন কলা রসিক ,
    রক্তশূন্য চেহারা দেখে -
    সেটা মাপা যায়না সঠিক ।
    চিত্রকলা , নৃত্যকলা , নানাবিধ শিল্প কলা ,
   খবরের কাগজ জুড়ে -
   রাস্তার দুধারে পোস্টারে ;
   নানাবিধ কলার -
    রঙিন বিজ্ঞাপনের ছলাকলা।
  #  কলা নানা রকমের -
      মর্তমান , সিংগাপুরী , চাঁপা ইত্যাদি ,
      নানা বর্ণ , নানা স্বাদের  লম্বা ফিরিস্তি ।
      সকল  পার্টির নেতারা কিন্তু ,
      সর্ব ঘটে কাঁঠালি কলা ।
      দুর্গাপূজার উদ্বোধন ,
      জুতোর দোকানের দ্বারোদ্ঘাটন ,
     কিংবা ঈফতার ভোজের জমায়েত ,
      সর্বত্র কাঁঠালি কলা নেতারা সমবেত ।।
                                           - অকবি -