গতকাল রাতেই শরীর ছেড়েছি ,
আজ শ্মশানে চিতায় চড়েছি ;
আমি হাওয়ায় ভাসছি একটু দূরে -
নির্বাক নিরপেক্ষ দর্শক ।
চিতার আশেপাশে ভিড় মন্দ নয় ,
অনেকের চোখে জল , যদিও কান্না নয় ;
ধোঁয়ার জ্বলনে উপছে পড়া বিরক্তি !


অনুভবহীন দর্শক আমি হতবাক ,
পুরোহিতের শুকনো পায়ে আর মাটির ঘটে ;
অসীম ভক্তি ও পূজার নিবেদন ।
জীবন পেরিয়ে এসে হঠাৎ উপলদ্ধি হল ;
জীবন্ত মানুষ পূজো করে -
মাটি-খড় , মাটির ঘট , সাপ , বাঘ ও বুড়ো বট ;
মানুষ কখনোই করেনা পূজো ,
বেঁচে থাকা  খেটে খাওয়া জীবন্ত মানুষ ।
শাস্ত্রের পাতায় ভরা আছে নানা ব্যাখ্যা ,
পুণ্য করতে যেতে হবে কাশী কিংবা কামাখ্যা ।
  মানুষের  পূজার বেদীতে  -
রয়ে যায় উপেক্ষিত অপাংক্তেয় ;
জীবনের স্পন্দন ,লড়াকু মানুষ ।


                                          - অকবি -