ছোটবেলার খেলার মাঠে,
বন্ধুদের সাথে হুল্লোড় ;
কলেজের ক্যান্টিনে -
বন্ধুবান্ধব নিয়ে জমাটি অাড্ডা।
ক্লাস পালিয়ে কল্পিতার সাথে -
লেকের পার্কে উষ্ণ বিকাল।
এসবই নাকি এখন -
অতীতের প্রাগৈতিহাসিক  স্মৃতি ;
আধুনিক দুনিয়ায় অামার সামাজিক অস্তিত্ব,
"আছে -কিন্তু -নেইয়ের" ভার্চুয়াল জগতে সীমিত।
আমার একান্ত অাপন ঐ ভার্চুয়াল বন্ধুর দল -
পকেটে ভরা মুঠোফোনে নিশ্চিন্তে সুরক্ষিত।


সারাদিন মোবাইলে চোখ রেখে,
অার টাইপ করে খেলি বন্ধু বন্ধু খেলা।
সেই খেলার সুবাদে বহুদিন -
বিকেলের আকাশে সূর্যাস্তের হোলিখেলা দেখা হয়নি।
সেদিন রাস্তায় -
যে লোকটি অামাকে গাড়ি চাপা থেকে বাঁচালো,
তার চেহারাটা দেখা হয়নি ।
দিনের শেষে কতগুলো লাইক গুনি,
ফেসবুকে নতুন নতুন বন্ধুর খোঁজ করি,
কিন্তু অসুস্থ মায়ের শরীর কেমন আছে -
জিজ্ঞাসা করতে ভুলে যাই।


হাজার হাজার বছর মানুষ লড়েছে
প্রকৃতির বাস্তব প্রতিকূলতার সাথে;
ভালবাসতে শিখেছে, রক্তমাংসের মানুষকে-
যাদের ছোঁয়া যায়, দুহাতে জড়িয়ে ধরা যায়।
সেই পৃথিবীটা যেন হঠাৎ পাল্টে গেল,
বিজ্ঞান ও প্রযুক্তির ধাক্কায়,
মাটি মাখা রক্তমাংসের গন্ধে ভরা  পৃথিবীটাকে-
দখল করেছে গন্ধস্পর্শহীন,
 অাছে কিন্তু নেইয়ের ভার্চুয়াল দুনিয়া।
-------- অকবি