জলের কোন সুনির্দিষ্ট আকার নেই
জলের কোন সুনির্দিষ্ট আয়তন নেই
জলের কোন সুনির্দিষ্ট রং নেই
জলের কোন গন্ধও নেই।
কেবল গড়িয়ে চলার ধর্ম নিয়ে
জীবনবধি বয়ে চলে নিম্নমুখী।
লজ্জা, আত্মসম্মান, মর্যাদা
কোন কিছুকে পরোয়া করেনা।
কতো পেয়-অপেয় বুকে ধারণ করে
অবিরত গন্তব্যহীন পথে
ছুটে চলে অবিরত।